যারা ব্যাংকিং পেশায় প্রবেশ করতে চাচ্ছেন তাদের সবার জন্য এই comprehensive course টি ডিজাইন করা হয়েছে। AD বলেন আর Officer বলেন, বা Probationary Officer/ MTO বলেন আর Cash বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বলেন আর বেসরকারি ব্যাংক বলেন সবার জন্য একটি দুর্দান্ত প্রস্তুতিমূলক কোর্স হিসেবে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে।
আমাদের ফেসবুক গ্রুপে সংযুক্ত আছেন? না থাকলে আপনার ফেসবুক এপ খুলে ‘BCS Corner‘ লিখে এখনই খোঁজ লাগান। প্রস্তুতির জন্য কতটা কাজে আসতে পারে যোগ না দিলে সম্ভব না জানা!