বাংলা-২০
মোট প্রশ্ন: ১৫ টি
সময়: ৯ মিনিট
মার্কস: ১৫
নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ করে কাটা যাবে।
পরীক্ষা শুরু করার জন্য নিচের ‘Start Quiz’ এ ক্লিক করুন। পরীক্ষা শেষ হলে ‘Finish Quiz’ এ ক্লিক করুন তাহলে সাথে সাথে বিস্তারিত ফলাফল দেখতে পাবেন। সবগুলো প্রশ্নের ব্যাখ্যা দেখার জন্য ‘View Questions’ এ ক্লিক করুন।
0 of 15 questions completed Questions: সিলেবাসঃ মাওলানা আকরাম খাঁ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ বরকতুল্লাহ, মুহাম্মদ আবদুল হাই,ড. এনামুল হক, মোফাজ্জল হায়দার চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য, ফররুখ আহমদ, গোলাম মোস্তফা, মোতাহের হোসেন চৌধুরী। You have already completed the quiz before. Hence you can not start it again. Quiz is loading... You must sign in or sign up to start the quiz. You have to finish following quiz, to start this quiz: 0 of 15 questions answered correctly Your time: Time has elapsed Your Final Score is : 0 এবার “View Questions”-এ ক্লিক করুন তাহলে ব্যাখ্যাসহ সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেখতে পাবেন। আবার পরীক্ষা দিতে চাইলে “Restart Quiz”-এ ক্লিক করুন। চলিষ্ণু অভিধান’ বলা হয় কাকে? ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? ব্যাখ্যা: → শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ – অনূদিত গ্রন্থ। ব্যাখ্যা: → শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ – অনূদিত গ্রন্থ। সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কী? ব্যাখ্যা: ব্যাখ্যা: রক্তরাগ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? ব্যাখ্যা: → বুলবুলিস্তানের বনি আদম সাহারা কোন এক খোশরোজে রক্তরাগ হাস্নাহেনা নিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে কাব্যকাহিনী সৃষ্টি করলেন। → উপরের বাক্যের বুলবুলিস্তান,বনি আদম, সাহারা, খোশরোজ, রক্তরাগ,হাস্নাহেনা, কাব্যকাহিনী – হলো গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ। ব্যাখ্যা: → বুলবুলিস্তানের বনি আদম সাহারা কোন এক খোশরোজে রক্তরাগ হাস্নাহেনা নিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে কাব্যকাহিনী সৃষ্টি করলেন। → উপরের বাক্যের বুলবুলিস্তান,বনি আদম, সাহারা, খোশরোজ, রক্তরাগ,হাস্নাহেনা, কাব্যকাহিনী – হলো গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ। মোফাজ্জল হায়দার চৌধুরী ছিলেন- কোনটি মাওলানা আকরাম খাঁর রচিত? ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্রাটান্ড রাসেলের ‘কংকোয়েস্ট অব হ্যাপিনেস’ এর বাংলা অনুবাদ করেন- ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনটি মোহাম্মদ বরকতুল্লাহ রচনা করেছেন? তোষামোদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য – গ্রন্থদ্বয় কে লিখেছেন? বিদায় হজ্জ’ প্রবন্ধের রচয়িতা কে? নিচের কোন জন ধ্বনি বিজ্ঞানী? ব্যাখ্যা: মুহম্মদ আবদুল হাই বাংলাদেশের প্রধানতম ধ্বনি বিজ্ঞানী। ধ্বনি বিজ্ঞানের ওপর লেখা তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’। ব্যাখ্যা: মুহম্মদ আবদুল হাই বাংলাদেশের প্রধানতম ধ্বনি বিজ্ঞানী। ধ্বনি বিজ্ঞানের ওপর লেখা তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’। ‘মনীষা মঞ্জুষা’ কার? ব্যাখ্যা: ‘ব্যাকরণ মঞ্জরী’, ‘মনীষা মঞ্জুষা’ – ড.মুহম্মদ এনামুল হকের রচিত গ্রন্থ। ব্যাখ্যা: ‘ব্যাকরণ মঞ্জরী’, ‘মনীষা মঞ্জুষা’ – ড.মুহম্মদ এনামুল হকের রচিত গ্রন্থ। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে কলকাতার কালিঘাটে জন্মগ্রহণ করেন। ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে কলকাতার কালিঘাটে জন্মগ্রহণ করেন। কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ নয়? ব্যাখ্যা: গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’ (১৯৪২) হযরত মুহম্মদ (স) এর জীবনীমূলক গদ্যগ্রন্থ। ব্যাখ্যা: গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’ (১৯৪২) হযরত মুহম্মদ (স) এর জীবনীমূলক গদ্যগ্রন্থ। ‘সংস্কৃতি কথা’ কোন সালে প্রকাশিত হয়? ব্যাখ্যা: ‘সংস্কৃতি কথা’ (১৯৫৮) – বিশিষ্ট গদ্যশিল্পী মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ।এ গ্রন্থে তিনি সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ দেন। ব্যাখ্যা: ‘সংস্কৃতি কথা’ (১৯৫৮) – বিশিষ্ট গদ্যশিল্পী মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ।এ গ্রন্থে তিনি সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ দেন।Information
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0Average score Your score
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0Pos. Name Entered on Points Result Table is loading No data available 1. Question
ড.মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯) বহুভাষাবিদ পণ্ডিত। তাঁকে ‘চলিষ্ণু অভিধান’,’চলমান বিশ্বকোষ’,’জ্ঞানতাপস’ বলা হয়ে থাকে।১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন। ‘বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যোগদান করেন। জাতিসত্তা নিয়ে তাঁর বিখ্যাত উক্তি – ” আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি”।
ড.মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯) বহুভাষাবিদ পণ্ডিত। তাঁকে ‘চলিষ্ণু অভিধান’,’চলমান বিশ্বকোষ’,’জ্ঞানতাপস’ বলা হয়ে থাকে।১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন। ‘বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যোগদান করেন। জাতিসত্তা নিয়ে তাঁর বিখ্যাত উক্তি – ” আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি”। 2. Question
→ বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ – ড. মুহম্মদ শহীদুল্লাহর গবেষণা কর্ম।
→ তাঁর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম ‘Buddist Mystic Songs.
→ বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ – ড. মুহম্মদ শহীদুল্লাহর গবেষণা কর্ম।
→ তাঁর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম ‘Buddist Mystic Songs. 3. Question
→ বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য।
→ পঞ্চাশের মন্বন্তর নিয়ে লেখা ‘আকাল’ (১৯৪৩)গ্রন্থটি তাঁর জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
→ ছাড়পত্র,মিঠে কড়া, অভিযান,হরতাল,ঘুম নেই, পূর্বাভাস – তাঁর কাব্যগ্রন্থ।
→ তাঁর দুটো বিখ্যাত উক্তি –
*” ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।”
* “এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
→ বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য।
→ পঞ্চাশের মন্বন্তর নিয়ে লেখা ‘আকাল’ (১৯৪৩)গ্রন্থটি তাঁর জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
→ ছাড়পত্র,মিঠে কড়া, অভিযান,হরতাল,ঘুম নেই, পূর্বাভাস – তাঁর কাব্যগ্রন্থ।
→ তাঁর দুটো বিখ্যাত উক্তি –
*” ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।”
* “এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।” 4. Question
→ মুসলিম রেনেসাঁসের কবি গোলাম মোস্তফা(১৮৯৭-১৯৬৪) যশোর সাহিত্য সংঘ কর্তৃক ‘কাব্যসুধাকর’ উপাধিতে ভূষিত হন।
→ মুসলিম রেনেসাঁসের কবি গোলাম মোস্তফা(১৮৯৭-১৯৬৪) যশোর সাহিত্য সংঘ কর্তৃক ‘কাব্যসুধাকর’ উপাধিতে ভূষিত হন। 5. Question
6. Question
→ ‘মোস্তফা চরিত’ মাওলানা আকরাম খাঁর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ। এটি হযরত মোহম্মদ (স) এর জীবনী।
→ ‘মোস্তফা চরিত’ মাওলানা আকরাম খাঁর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ। এটি হযরত মোহম্মদ (স) এর জীবনী। 7. Question
→ মোতাহের হোসেন চৌধুরীর ‘সুখ’ ব্রাটান্ড রাসেলের ‘কংকোয়েস্ট অব হ্যাপিনেস’ এর বাংলা অনুবাদ।
→ মোতাহের হোসেন চৌধুরীর ‘সভ্যতা’ ক্লাইভ বেলের ‘সিভিলাইজেশন’ এর বাংলা অনুবাদ।
→ মোতাহের হোসেন চৌধুরীর ‘সুখ’ ব্রাটান্ড রাসেলের ‘কংকোয়েস্ট অব হ্যাপিনেস’ এর বাংলা অনুবাদ।
→ মোতাহের হোসেন চৌধুরীর ‘সভ্যতা’ ক্লাইভ বেলের ‘সিভিলাইজেশন’ এর বাংলা অনুবাদ। 8. Question
9. Question
10. Question
11. Question
* সৈয়দ আলী আহসানের সহযোগে তিনি ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ গ্রন্থ লিখেন।
* ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনিমূলক গ্রন্থ।
* সৈয়দ আলী আহসানের সহযোগে তিনি ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ গ্রন্থ লিখেন।
* ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনিমূলক গ্রন্থ। 12. Question
13. Question
১৯৪৭ সালে মাত্র ২০ বছর ৯ মাস বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
১৯৪৭ সালে মাত্র ২০ বছর ৯ মাস বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 14. Question
15. Question